দেশের বাজারে অপো এ৩এক্স
বৃষ্টি, তরলের ফোঁটা ও আঘাত সহ্য সক্ষম এ৩এক্স মডেলের স্মার্টফোন দেশের বাজারে এনেছে অপো বাংলাদেশ। বাজারমূল্য ধরা হয়েছে ১৬,৯৯০ টাকা।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইসটি কিনলেই গ্রাহকরা বিশেষ উপহার হিসেবে পাবেন ২ বছরের ওয়ারেন্টি, কমপ্লিম্যান্টারি এক্সেসারিস কম্বো বক্স এবং জিরো লাইফ-এর মাধ্যমে একটি বিশেষ মেম্বার রিওয়ার্ড।
নতুন ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স ও ৪৫ ওয়াট সুপারভুকটিএম ফ্ল্যাশ চার্জসহ একটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি।
অপো জানিয়েছে, এর মাল্টিপল লিকুইড রেজিস্ট্যান্স, যা কফি, দুধ চা, স্যুপ এবং পোরিজের মতো তরলের ছিঁটা আসলেও ফোনটিকে রক্ষা করবে। এর উদ্ভাবনী স্প্ল্যাশ টাচ ফিচার স্ক্রীন ভেজা থাকলেও টাচের নির্ভুলতা ও সক্রিয়তা বাড়ায়। এমনকি ব্যবহারকারীরা হালকা বৃষ্টিতে, সাঁতার কাটার পরে বা স্যাঁতসেঁতে হাত দিয়েও ডিভাইসটি চালাতে পারবেন। এছাড়াও মাত্র ৩০ মিনিটে ৫০% পর্যন্ত এবং ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম ৷







